বিয়ে হচ্ছে একটি দায়বদ্ধতা
সম্পর্কের বুনিয়াদ
স্বামী-স্ত্রীর আমৃত্যু সম্পর্কের লৌহ কঠিন ভিত্তি
আর ছেলে-মেয়ে হচ্ছে সেই সম্পর্কের সেতু
নদী-নালা পার হতে দরকার নৌকা বা সাঁকো
সাঁকোর নিচ দিয়ে বয়ে যায় নানা রকম জল
ঘোলা জল, নোংরা জল, কিংবা স্বচ্ছ জল
সাঁকো সেই স্বচ্ছ বা নোংরা জলের ছোঁয়াচ বাঁচিয়ে
মানুষকে পৌঁছে দেয় অন্য পাড়ে
সন্তান নামক সাঁকোও সে রকম--
দাম্পত্য জীবনের ভুলভ্রান্তি, কলহ
অশান্তির দূষিত-ময়লা সরিয়ে দেয় দূরে
আমৃত্যু টিকিয়ে রাখে ফুলেল সম্পর্ক
(কিছু ব্যতিক্রম ছাড়া)


ভিত ছাড়া বাড়ি করলে তা ধ্বসে যায়
অপরিণত কাজের জন্য হয় অযথা অর্থের অপচয়
তেমনি যে সম্পর্কের কোন ভিত্তি নেই
সামান্য চিংড়ি আঘাতে তা ভেঙে যায় কাচের মতো
বেরিয়ে আসে কারখানার দূষিত জলের মতো
নোংরা মনের ময়লা
কলুষিত হয় সমাজ ও রাষ্ট্র
লিভ টুগেদার বা সমকামী সম্পর্ক সে রকম
এখানে বিয়ে নামক ভিত্তি নেই
সম্পর্ক জোড়া দেয়ার সন্তান নামক সাঁকো নেই
আছে শুধু পশু প্রবৃত্তি চরিতার্থ করার আদিমতা
আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে যায় না এসব
এসব সম্পর্ক সমাজ-রাষ্ট্রকে করে কলুষিত
সৃষ্টি করে পশু প্রবৃত্তির অভেদ্য দৃষ্টান্ত
এভাবে সমাজ দেহে গজিয়ে উঠছে সম্পর্ক নষ্টের আগাছা
মানুষ ভুলে যাচ্ছে দায় বদ্ধতা
উষ্ণতার কারণে যেভাবে ফাটল ধরছে মেরু অঞ্চলের  
বরফ খণ্ডে
ঠিক তেমনি নষ্ট সম্পর্কের অগ্নুৎপাতে
সমাজ-সংসারে দেখা দিচ্ছে বিশাল ফাটল
সংসার নামক ফুল বাগানে ঢুকে পড়ছে নোংরামির  
বেনোজল


২৩/১১/২০২১ ইং