শ্রমিকের রক্ত ঘামে এসেছে যে দিন,
সেই স্বাধীনতা আজো হয়নি স্বাধীন।
শ্রমিকের ভালে আজো চিরচেনা দুখ,
ভোগ করে মালিকেরা আকাশের সুখ।
কাগজে-কলমে আছে শ্রমঘণ্টা ঠিক,
শ্রমিকেরা করে কর্ম এখনো অধিক।
নামেমাত্র মজুরির প্রলোভন দিয়ে,
মালিক ওদের রক্ত যায় চুষে নিয়ে।


আত্মসম্মানবোধ না এলে শ্রমিকের
পাবে না শ্রমের মূল্য। ওই ধনীদের
লোভের আগুনে পুড়ে হয়ে যাবে ছাই,
দয়া নয়; অধিকারে করো যুদ্ধ তাই।
ঐক্যের নিগড়ে বাঁধো তোমাদের ঘাম,
ওই নরাধমগণে দেবে ঠিক দাম।


০১/০৫/২০২১ ইং


(যাদের রক্তের আখরে অর্জিত মে দিবস
তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।)