ওরা বড়োলাট (ট্রায়োলেট-১)
                      --জগদীশ চন্দ্র মণ্ডল


তোমায় খুঁজতে গিয়ে আমি সাধের বৃন্দাবন,
দেখি সেথায় শয়ে শয়ে বাটপাড়দের হাট।
তাই না দেখে মনটা আমার হল উচাটন,
তোমায় খুঁজতে গিয়ে আমি সাধের বৃন্দাবন।
আতর মাখা দাড়ি সাঁটা ঘন সাধুর বন,
আচরণে মনে হয় যে ওরা বড়োলাট।
তোমায় খুঁজতে গিয়ে আমি সাধের বৃন্দাবন,
দেখি সেথায় শয়ে শয়ে বাটপাড়দের হাট।


১৪/০৬/২০২১ ইং


(ট্রায়োলেটে হতেখড়ি। বিশেষজ্ঞ কবি বন্ধুদের গঠনমূলক মন্তব্য প্রত্যাশা করছি।)