কামাল-কমল দারুণ বন্ধু থাকে পাশাপাশি,
পরস্পরের সুখে হাসে, দুঃখে অশ্রু রাশি।
চাকরি করে কর্মব্যস্ত যায় না ধর্মালয়ে,
পিতা-মাতার সেবা করে ভালোবাসা জয়ে।


অফিসে যায় সময় মতো করে ন্যায্য কর্ম,
সময় মতো কাজ শেষ করা- ভাবে ওঁরা ধর্ম।
অপর লোকের ক্ষতি করা- ভাবে ওঁরা গোনা,
নির্লোভ থাকে যতই দেখুক টাকা-পয়সা-সোনা।


পাড়া প্রতিবেশীর সাথে আছে ওঁদের সদ্ভাব,
পরের দুঃখে ঝাঁপিয়ে পড়া ওঁদের দুইয়ের স্বভাব।
শ্রদ্ধা করে পরনারী, ঘৃণা করে সুরা,
পরবিত্তে লোভ নেই ওঁদের ভাবে বিষ্ঠার গুঁড়া।


সকল ধর্মের প্রতি ওঁদের সমান শ্রদ্ধা আছে,
উঁচু-নিচু নেই ভেদাভেদ ওঁদের কারো কাছে।
ওঁরা ভাবে- হিন্দু-মুসলিম একই স্রষ্টার সৃষ্টি,
ধর্ম নিয়ে মাতামাতি দুর্গন্ধময় কৃষ্টি।


জন্ম-মৃত্যু একই রকম আচার শুধু ভিন্ন,
ধর্ম ধর্ম করে সবাই হচ্ছি কেন ছিন্ন?
এই প্রশ্নটা ওঁদের মনে কাঁটার মতো বিঁধে,
ধর্মের গরল দূরে রেখে চলে হয়ে সিধে।


ধর্মালয়ে যায় না বলে কেউ নয় ওঁরা নাস্তিক,
যার যার ধর্মে পূর্ণ আস্থা ওঁরা ভীষণ আস্তিক।
তাই বলে কি ওঁদেরকে ভাই যায় বলা অধার্মিক?
নাকি ওঁরা শ্রেষ্ঠ মানুষ বিবেচনায় সার্বিক?


১১/০৪/২০২২ ইং


বিঃ দ্রঃ এমন লোক আমার জীবনে দু-একজন দেখেছি। ওঁদেরকে আমি শ্রদ্ধা করি।