শীতের জ্বরে কাঁপছে সবাই
কাঁপছে সারা দেশ,
খেজুর গুড়ের পায়েস খেতে
লাগে মজা বেশ।


অনাহারী পথের শিশু
জুবুথুবু শীতে,
পথের পাশে আগুন জ্বেলে
কাটছে রাত্রি ভীতে।


শীতের ভয়ে কৃষক-শ্রমিক
চায়না যেতে কাজে,
শীত-করোনা জোট বেঁধেছে
এই ধরণীর মাঝে।


ধনী লোকের নেই কোনো ভয়
থাকে অট্টালিকায়,
লেপ-কম্বলের নিচে বসে
শীতের পিঠা চিবায়।


গরিব-দুখি স্বপ্ন দেখে
খাবে পিঠা-পুলি,
খেজুর গুড়ের দামে ওদের
ওড়ে মাথার খুলি।


টাকার বালিশ মাথায় দিয়ে
ঘুমায় যারা সুখে,
শীত কাতুরের দুঃখ তারা
বুঝবে কিসের দুখে।


সবার খাদ্য জোগায় যারা
তারা অনাহারী,
শীতের জ্বরে কাঁপছে তারা
ঝরছে আঁখি বারী।


জনসেবার নাম করে ওই
করছে যারা বড়াই,
আত্ম প্রভাব বজায় রাখতে
করছে শুধু লড়াই।


শীতে কিংবা অনাহারে
মরে যদি মানুষ,
ওদের কিছু যায় আসে না
ওরা উড়ায় ফানুস।


২৪/১২/২০২০ ইং