তোমরা সলতে পাকাও
আমি দেশলাই হয়ে জ্বালিয়ে দেব জালিমের গুদাম
নারী দেখলেই সুক সুক করে যারা
ভেঙে দেবো তাদের শক্ত চোয়াল
বেহায়া নির্লজ্জ সমাজে
উদরপূর্তির জন্য যারা লজ্জা বেচে
তাদের জানাই অকুন্ঠ সালাম
কিন্তু স্বভাবের দোষে যারা দেহ বেচে
এসো হিড় হিড় করে টেনে রাস্তায় নামাই
ওই সব একচোখা ছদ্দবেশী বেশ্যাদের
ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায় কিছু আধপেটা অভুক্ত শিয়াল
বিরুদ্ধবাদীদের মুখ বন্ধ করতে
তাদের মা বোনদের ইজ্জত নিয়ে হোলি খেলতে
কচি ঘাসের মতো বেড়ে ওঠা মেয়েদের আঁচল ধরে টানতে
ওদেরকে উৎসাহিত করছে মুখোশধারী শয়তান
ওদের চোখের সামনে ঝুলিয়ে দেয় পোড়া রুটি
অথবা দুঃখ ভুলে থাকার সঞ্জীবনী সুধা
কাজ সেরে ফিরে এলেই মিলবে কাঙ্খিত মাদক


এসো ঘৃণা করতে শিখি এবং এড়িয়ে যাই সেইসব নপুংসক বুদ্ধিজীবী, তারকাদের
আরাম-আয়েসের জন্য যারা বুদ্ধি ও ইমেজ বন্ধক রাখে শোষকের পদতলে


ইস্পাতকঠিন দৃঢ়তায় ধরো হাত
গুড়িয়ে দেই ওদের ময়লার ডিপো
এসো সমূলে ডুবিয়ে দেই সমুদ্রের নোনা জলে
যদি ধরো হাত ওড়াবো ধ্বংসের নিশান
গুড়িয়ে দেবো স্বার্থপর, কর্দমাক্ত মনাসক্ত শাসকের সুখের বাসর
বানাবো ধুলোর সাগর
প্রকৃতির আশীর্বাদে অবিরল ঝরবে বর্ষার বারিপাত
সবুজ অরণ্যে ছেয়ে যাবে ধরা
শিমুল-পলাশ রঙে সেজে উঠবে ধরনী আবার
নতুন ধরায় উড়বে নতুনের বিজয় কেতান
নতুন ভাবে নতুন করে শুরু হবে পথচলা


০৫/১০/২০২১ ইং