তেত্রিশ বছরের যুবক ইমদাদ ঈমান
লখনউয়ের মকবারা গোলগঞ্জের বাসিন্দা
ক্ষুদ্র ব্যবসায়ী এবং গ্রাফিক্স ডিজাইনার
বাইশ জনের এক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা
মুসলিম অধ্যুষিত এলাকার বাসিন্দা
সংগঠনের সবাই মুসলিম
করোনা আক্রান্ত মৃতদের সৎকারে ব্যস্ত
যেখানে করোনায় মৃত কাউকে স্পর্শ করতে
ভয় পায় তার পরিবার বা আত্মীয়-স্বজন
সেখানে নির্দ্বিধায়, নির্ভয়ে
ওরা সৎকার করে চলেছে
একের পর এক করোনায় মৃত মানুষের লাশ
হিন্দু না মুসলিম-- তার বাছ-বিচার না করেই--


ধর্মকে মস্তকে ঠাঁই দিয়ে ওরা উন্মুক্ত রেখেছে
বুকের বাম অলিন্দ--
"মৃতের কোন জাত হয় না রে"
শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্ট অমর বাণী এবং
"হিন্দু, না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন?"
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অমর বাণী
সঙ্গী করে ঝাঁপিয়ে পড়েছে মানবতার মহান সেবায়
মৃত্যুকে নিয়ে হাতের মুঠোয়--


"মিশন অক্সিজেন" নামে দুইশত পঞ্চাশ জন তরুণের
স্বেচ্ছাসেবী সংগঠনে মোটা অনুদান দিয়েছেন
সচিন রমেশ তেন্ডুলকর--
সপরিবারে অক্ষয় কুমার  
বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত--
এই দুর্দিনে জাগ্রত হয়েছে জানা-অজানা অসংখ্য
বিবেকবানন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের বিবেক,
যেভাবে আলোর বার্তা নিয়ে আসে সকালের সূর্য--


চতুর্দিকে গিজগিজ করছে
ভণ্ড আর লোভী মানুষে,
খুনি, ধর্ষক আর ঠকবাজে--
তারই মাঝে আঁধার সৃষ্টিকারী মেঘ সরিয়ে
উঁকি দিচ্ছে আলো সৃষ্টিকারী দিনমণি--
জেগে উঠেছে তরুণ সমাজ
যারা আকাশের মতো উদার
যাদের হৃদয় সাগরের মতো বিশাল
ওদের দমাতে পারেনি ধর্মান্ধতার বিষ-বাষ্প
ওরা মানবতাবাদী মানুষ--


"ওরাই ঈশ্বর--"


৩০/০৪/২০২১ ইং


তথ্যসূত্র : ২৯/০৪/২০২১ এবং ৩০/০৪/২০২১ ইং তারিখের দৈনিক যুগশঙ্খ পত্রিকা।