শীতের দিনে শীত মহাশয়
গেলেন কোথায় ভেগে?
দস্যি ছেলে গায়ের কাপড়
খুলছে রেগেমেগে।


যতই তাকে শাসন করো
বলছে, দেখো আমি,
এক নিমেষেই ঘেমে গেছি
চাইনা কাপড় দামি।


তোমরা সবাই বুড়ো মানুষ
থাকো শীতের ভয়ে,
শীত বাহাদুর আমার কাছে
আসে রয়ে-সয়ে।


তোমরা সবাই আমায় নিয়ে
ভাবছো অকারণে,
পথশিশুর কথা কি কেউ
ভাবো একটু মনে?


আমার আছে অনেক কাপড়
তোমরা সবাই শোন,
ওরা থাকে গাছের নিচে
ওদের তো নেই কোন।


ভাবনা যদি আসে মনে
ওদের নিয়ে ভাবো,
বনভোজনের ইচ্ছে জাগছে
ওদের সাথে খাবো।


শীতের দিনে বনভোজনে
লাগবে দারুন ভালো,
চলো সবাই ওদের নিয়ে
জ্বালাই খুশির আলো।


সঙ্গে ওদের জন্যে নেবো
কিছু শীতের বস্ত্র,
ওদের খুশি কেনার জন্য
ওটাই আমার অস্ত্র।


০৯/০১/২০২১ ইং