প্রেম ও বিরহ হাঁটে পাশাপাশি
যেন পায়ে হাঁটা মানুষের সাথে হাঁটে চাঁদ  
আঁধার আছে বলেই দিবসের এত বেশি দাম
বিরহ-  দগ্ধ হৃদয়ে জ্বালে অগ্নি
মুহূর্তে হয়ে উঠে আরো উদ্দাম
তাপিত হৃদয়ে জলোচ্ছ্বাস হয়ে আসে ফিরে
নিরামিষ জীবনে আনে আলোর তুফান
প্রেমাকাশে ক্ষণিক বিরহ জাগায় অনন্ত তৃষ্ণা
সৃষ্টি করে তটিনীর প্রবাহমান কল্লোল ধ্বনি
যেন সুষুপ্ত রাতের গভীরে পাখির কুজন
সাগরের উর্মিমালা শান্ত বুকে যেভাবে জাগায় শিহরণ
বিরহী হৃদয় তেমনি যাচে পুনঃ মিলন
এক বুক জ্বালা নিয়ে খুঁজে প্রিয়জন
প্রেম-প্রীতি-ভালোবাসা বিধাতার দান
দুটি মনে স্বপ্ন আঁকে
সাজায় সুখের বাগান
স্বর্ণ যেমন খাঁটি হয় পোড়ালে তা আগুন
বিরহ অনলে পুড়ে বিক্ষিপ্ত হৃদয়
হয়ে যায় কৃষ্ণচূড়া, হয় পলাশ রাঙা ফাগুন--


৩১/০৭/২০২১ ইং


কবিতাটি আসরের উদীয়মান বিরহের কবি মোঃ আব্দুল লতিফ রিপন-কে উৎসর্গ করলাম। তার একটি কবিতায় প্রথম দুটি চরণ মন্তব্য করেছিলাম।