সমাজে ছেয়ে গেছে দুরাচার, লম্পট,
প্রেমের ছল করে দেয় কেহ চম্পট।
রেশনের চাল লুটে, কেহ লুটে চিনি,
ইজ্জত লুটে কেহ লুটে আবার গিনি।
ভালোবাসি বলে কেহ করে শুধু খেলা
পরনারী বাহুডোরে ভাষে প্রেম ভেলা।
ঘরে রেখে বউ ছেলে করে নানা ছল,
পরনারী সম্ভোগের বাড়ায় কৌশল।
কোন নারী স্বামী রেখে যায় বহুদূর,
পর পুরুষের সঙ্গ লাগে যে মধুর।
বাপ মার খেলা দেখে ছেলে মেয়ে ভাবে,
জগতের সব মজা এভাবেই পাবে।
যেই ভাবা সেই কাজ তারা তো স্বাধীন,
রূপ-রস-গন্ধ ভোগে নয় পরাধীন।
বিবাহিত নর-নারী অপরে আশক্ত,
এই প্রেম পরাভূত করা ভারি শক্ত।
ছেলে মেয়ে পরিবারে নেই পিছুটান,
পরকীয়া পরাকাষ্ঠে সকলি বিরান।
বয়সের ভারে ন্যুব্জ হইবে যখন,
কুকাজে পরাভব মানবেই তখন।

০৬/০৭/২০২০ ইং