একটি মেয়ে আছে জানি
          নামটি তাহার নমিতা।
'ন' বর্ণটি বাদ দিয়ে কেউ
          ডাকে তারে মিতা।


কেউবা তাকে লিটু ডাকে
          কেউবা ডাকে টুনি,
মাঝে মাঝে এমনিতরো
          ডাকা-ডাকি শুনি।


আমি তারে ম্যাডাম বলি
          কখনো বলি স্যার,
এমনি করে অন্য কেহ
          ডাকে না তারে আর।


লোকটি খানিক মিষ্টি আহা
          স্বভাবটি তার ভালো।
রাগ করিলে মুখটি তাহার
          দেখায় বড় কালো।


কথায় কথায় রাগ করে সে
          নিজের দোষটি দেখেনা,
কারো ক্ষুদ্র ত্রুটি পেলে
          মোটেই সে তা ভোলে না।


আমি তারে বাসি ভালো
          মোটেও নয় সে কম,
কিন্তু তাহার মূল্যটা সে
          দেয়না যে একদম।


ভুল করিয়াও রাগ করিলে
          এক রাগে সাত দিন,
খাওয়া-দাওয়া শিকেয় ওঠে
          অনাহারে কাটে দিন।


খাওয়ার কথা বললে তারে
          কথা নাহি কয়,
ছয় কিংবা সাত দিন পেরোলে
          একটু নরম হয়।


যদি তারে শুধাই আমি
          কি কারনে রাগ?
অভিমানে ঠোঁটটি ফুলায়
          নীরবে বলে ভাগ।


লোকটি বড়ই অভিমানী
          ভুল বুঝে পায় কষ্ট সে,
যতই তারে বুঝাতে যাই
          পরিবেশ হয় নষ্ট যে।


এমনতরো লোকের সাথে
          চলতে ভারি কষ্ট হয়,
মেঘের আড়াল সূর্য হলে
          দেখতে যেমন ভালো নয়।


আশায় থাকি সদাই আমি
          ভাঙবে তাহার অভিমান,
তাহার মুখের হাসি দেখে
          গাইবে কোকিল মিষ্টি গান।


তোমরা সবে ভাবছো বসে
          সেই সে মেয়ে কোন?
সে যে আমার অর্ধাঙ্গিনী‌র
          মায়ের পেটের বোন।


২০/০৭/২০১৯ ইং।