স্বদেশ সেবার নামাবলী দিয়ে তোমরা গায়,
চোরের সাথে দোস্তি করে চলছো নুপুর পায়।
যাদের রক্ত-ঘামে গড়া সবুজ-শ্যামল দেশ,
তাদের বুকে চরণ রেখে আছো তোমরা বেশ।


মাটির ঘরে শুয়ে শুয়ে দেখতে তোমরা চাঁদ,
দারুণ সুখে সাত মহলে এখন কাটাও রাত।
ভুলে গেছো চাঁদের কথা, ভুলছো মাটির ঘর,
যাদের ভালোবাসায় রাজা, ভাবছো তাদের পর।


জীবন তো নয় সরলরেখা চলবে একই ভাবে,
হঠাৎ এলে বৈশাখী ঝড় তখন খাবি খাবে।
আমজনতা জেগে উঠে ধরবে যেদিন ঘাড়,
সেদিন কিন্তু পাবে না পার দেবে না কেউ ছাড়।


প্রবল প্রতাপ দিনমণির সেও তো অস্ত যায়,
রাত-গভীরে পাখ-পাখালি আনন্দে গান গায়।
ক্ষমতা আর দম্ভ কি ভাই থাকে চিরকাল?
কালের চক্রে যেতে পারে পাল্টে পাশার চাল।


আজকে যাকে করছো হেলা হয়তো দুদিন বাদে,
হতে পারে সে-ই মহারাজ পড়বে তুমি ফাঁদে।
মীরজাফরকে স্মরণ করে সবাই ঘৃণা ভরে,
বিদ্যাসাগর ও রবিকে শ্রদ্ধায় স্মরণ করে।


সুকর্ম বীর সবার মাথায় থাকে মুকুট হয়ে,
কুকর্ম বীর এ ধরাতে চলে ঘৃণা বয়ে।
ক্ষণকালের সফর নামায় করলে ভালো কাজ,
পরকালেও করতে পারো এ ধরাতে রাজ।


১৯/০৮/২০২১ ইং