পশুর চেয়ে অধম (অনুকাব্য-০১)
                            --জগদীশ চন্দ্র মণ্ডল


পশুর চেয়ে অধম তারা মাকে যারা দেয় কষ্ট,
একটি সন্তান বড়ো করতে মায়ের জীবন হয় নষ্ট।
অনাহারে থেকে মায়ে ছেলের মুখে আহার দেয়,
সুখের কালে ওই ছেলেটি যদি মায়ের খোঁজ না নেয়,
কুলাঙ্গার ওই ছেলে দিয়ে হবে কি আর দেশের কাজ?
নষ্ট হোক না জীবনটা তার তড়িৎ বেগে পড়ে বাজ।


          
         দেশের সেরা সাধক (অনুকাব্য-০২)
                           --জগদীশ চন্দ্র মণ্ডল


কৃষক, শ্রমিক, মজুর করে দেশের জন্যে জীবন পাত,
মাথার ঘামে শরীর ভেজে সেদিকে নেই দৃষ্টিপাত।
শোষণকারী, ধান্দাবাজে ওদের সুখ সব কেড়ে খায়,
তবুও ওঁরা কাজ করে যায় মাথার ঘাম সব ফেলে পায়।
আমার দেশের সেরা সাধক আমার দেশের চাষি ভাই,
দেশ বাঁচাতে আসুন সবাই ওদের একটু ভালো চাই।


  
       শিশুরাই দেশের ভবিষ্যৎ (অনুকাব্য-০৩)
                           --জগদীশ চন্দ্র মণ্ডল


আজকের শিশু আগামীকাল হতে পারে দেশের রাজা,
কল কারখানায় নিয়োগ দিয়ে দিচ্ছ কেন ওদের সাজা?
পড়ার সাথে খেলবে ওরা ফুলের মতো ফুটতে দাও,
নানা রকম কষ্ট দিয়ে কেন হাসি কেড়ে নাও?
আসুন সবাই একজোট হয়ে ওদের ভালোবাসা দেই,
সত্যিকারের মানুষ গড়ে নাচবো সুখে আমরা ধেই।


১৬/১১/২০২০ ইং