আমাদের স্বাধীনতা হৃদয়ের তারে
বেঁধে রাখা এক নাম। অনেক তিতিক্ষা,
রক্তের সাগরে ভেসে লভিয়াছি যারে
এ যে পৌরুষের জয়; নয় কোন ভিক্ষা।
বীর প্রসবিনী মাতা কাঁদে অশ্রু জলে
অগণিত কুলাঙ্গার হারিয়েছে পথ,
স্বার্থের উলঙ্গ স্রোতে প্রতি পলে পলে
ধ্বসিয়ে দেশের মান চলে উল্টো রথে।


দেশের পতাকা নিয়ে করে দলাদলি,
আত্মগরিমা লুটায় চরণের তলে।
কলহাস্যে মীরজাফর সাজে বাহুবলি
দেশপ্রেম ভেসে যায় ভণ্ডামির ছলে।
স্বরাজ, ধ্বজা দেশের মহামূল্য ধন,
কলঙ্কিত করে যারা পাতকী সে জন।


১৫/০৮/২০২২ ইং


আজ আমাদের স্বাধীনতা দিবস। চলছে ৭৫ তম স্বাধীনতা দিবসের "অমৃত মহোৎসব"। দেশের শহীদ সূর্য সৈনিকদের জানাই অনন্ত প্রণাম।