আকাশ মেখেছে আজ ময়ূরের নীল,
সেজেছে কী অপরূপ! করে ঝিলমিল।
প্রভাতের সোনা রোদ মিশে একাকার,
হৃদয় মেলেছে পাখা, সাধ উড়িবার।


বিল-ঝিলে জল নেই, কোথাও নেই কাদা,
চুরি হয়ে গেছে দেখি কাশবনের সাদা।
কোন খানে এক বিন্দু নেই সাদা মেঘ,
মেঘেরা সদলে আজ নিয়েছে কি ভেক?


নিদারুণ প্রকৃতির খেয়ালিপনায়,
ফসলের মাঠ আজ দহিছে খরায়!
ভাদরের আকাশেতে নেই কোথাও মেঘ,
বাদলের দেখা নেই ক্ষেত্রির উদ্বেগ।


শিশুদের মতো দেখি নিরুদ্বেগ বিধি,
নিশ্চিন্তে কীভাবে আছো, ওগো গুণনিধি!?
পাখিদের ওড়াউড়ি শোভেনা আকাশ,
মেঘেরা না ওড়ে যদি পাখিদের পাশ।


মাতৃগর্ভ সম দেখি ঘোর অমানিশা,
পৃথিবী ব্যাপীছে কালো নেই কোন দিশা।
কখনো ভাসিছে ধরা প্লাবনের জলে,
কখনো পোড়ায় খরা নিয়তির ছলে।


প্রকৃতির লীলাখেলা বোঝা বড় দায়,
অমলিন শিশু মুখে হাসি কোথা, হায়!


০৫/০৯/২০২০ ইং