নেই রবি আজ আমাদের মাঝে দূর নীলিমায় হাসে,
রবিহারা হয়ে কপোল আমার নয়নের জলে ভাসে।
পূর্ব গগনে উদিত অরুণ মনে অনিবার ঠাঁই,
ছড়া, কবিতায় গানে ও গল্পে মজে আছে মন ভাই।


যেদিকে তাকাই দেখতে যে পাই রবিময় সব কিছু,
যাহা কিছু লিখি অদৃশ্য রবি ছাড়েনা কিছুতে পিছু।
গল্প কবিতা লিখতে গেলেই চোখের সামনে আসে,
পূর্বেই রবি লিখে গেছে সব উপরে বসে সে হাসে।


অজর কবিতা অবিনাশী গান অমিয় গল্প সুধা,
যতই পড়ি না তৃষ্ণা মেটেনা মনে অতৃপ্ত ক্ষুধা!
রবির কিরণে আলোকিত হই আমি ও আমরা সব,
শ্রাবণ মাসের বাইশ তারিখে থেমে গেছে যার রব।


করোনার জ্বালা বৃষ্টির জ্বালা দিশা হারিয়েছি আজ,
বাইশে শ্রাবণে রবির স্মরণে করতে পারিনা কাজ।
কবিগুরু তুমি যেখানেই থাকো থেকো আমাদের সাথে,
ভালোবাসা আর শ্রদ্ধা জানাই প্রণিপাত জোড় হাতে।


০৬/০৮/২০২০ ইং
২১ শ্রাবণ, ১৪২৭ বাং
রাত-১০.১০ টা


মাত্রাবৃত্ত ছন্দ
মাত্রা- ৬+৬+৬+২


(কবিগুরুর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে আমার এই নিবেদন।)