ওপারের মেছোগলি তোমাদের ঘর,
এপারের শস্যক্ষেতে আমি গাই গান।
সুরের লহরী তুলে ভরে ওঠে প্রাণ,
নিদাঘের তপ্ত রোদ ঝরে মাথা 'পর।
সবুজ ফসল গাত্রে বাতাস প্রবর
ঝোড়ো বেগে বয়ে যায় যেন বারি বান।
মেঘেরা আকাশ 'পরে দিয়ে যায় শান,
পূর্বাভাস দেয় যেন উপনীত ঝড়।


চৈত্রের এ খরতাপ বিষম জ্বালায়,
চাতক যাচিছে শুধু স্বচ্ছ পেয়ো জল।
আমি যাচি মনে মনে তব পদধ্বনি,
মিটাতে হৃদয় তৃষ্ণা তপ্ত চৈতি বায়।
সহসা নীরদ বারি প্রপাত প্রবল,
কর্ণরন্ধ্রে তব হাসি পশিল তখনি।


১৪/০৪/২০২১ ইং