আগুন জ্বালাতে আমি এসেছি ধরায়,
পোড়াবো ভন্ডের স্বপ্ন দারুন খরায়।
এই দেশ ক্ষুদিরাম, সুভাষের দেশ,
যতই করিস তোরা আরাম-আয়েশ,
জেনে রাখ একদিন পুড়ে হবি ছাই,
রক্ষা করতে তোদের পারবেনা সাঁই।
দেশের গাদ্দার তোরা বড়ো পাপাচার,
ঈশ্বর তোদের প্রতি বড়ই নাচার!


পর্দার আড়ালে বসে যতই নাড়িশ
কলকাঠি, ছলা-কলা। যতই বাড়িস
একদিন শেষ হবে ছলনার জাল,
আগুনের লেলিহানে পুড়ে যাবে ছাল।
সেদিনের অপেক্ষায় রয়েছি তরুণ,
আগুন নেভাতে কিন্তু পাবিনা বরুণ।


১৮/০১/২০২১ ইং