একুশ মানে আহংকারে উচ্চ করা শির,
শাসকের হাত মুষড়ে দেয়া অকুতোভয় বীর।
একুশ মানে মা ও ভাষার সম্মান রাখা গান,
দেশের জন্য অকাতরে রক্ত করা দান।


একুশ মানে ভোরের শিশির মাড়িয়ে পথচলা,
কষ্টে ভরা হৃদয় মেলে সুরে কথা বলা--
"আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি!"


একুশ আনে দীপ্ত শপথ তরুণ-যুবার প্রাণে,
মলয় ভরায় আমার হৃদয় সতেজ প্রসূন ঘ্রাণে।
একুশ এলে হৃদয় কোণে জাগায় শিহরণ,
রক্তে রাঙা বীরের শপথ বইছে জুড়ে মন।


একুশ ফোটায় পলাশ বনে রক্ত রাঙা ফাগুন,
তরুণ বুকে উঠুক জেগে শত্রু বধের আগুন।
করুক ওরা জালিম বধে ধনুক ভাঙ্গা পণ,
অরুণ সম তরুণ তাপে পুড়ুক শত্রুগণ।


০২/০২/২০২১ ইং