তুই যে আমার স্বপ্ন-সুধা ঘুম তাড়ানো পরী,
তুই যে আমার সুখ সাগরে সপ্তডিঙা তরি।
তোকে ছাড়া জীবন আমার আলোবিহীন সূর্য,
তোর পরশে হৃদয় কোণে বাজে রণতূর্য।


তুই যে আমার অলস দুপুর ঝিঁঝি ডাকা রাত্রি,
তুই যে আমার মধ্যরাতের ঘুম ভাঙানো যাত্রী।
তোকে ছাড়া সময় আমার বদ্ধপুকুর বারি,
তুই না থাকলে নিজের সাথে দেই যে নিজে আড়ি।


তুই যে আমার হৃদয় কোণে ভোরের শিশির বিন্দু,
তুই যে আমার সুখ দোলানো ঊর্মিমুখর সিন্ধু।
তোর অভাবে সন্ধ্যা নামে মধ্য দুপুর বেলা,
তোর অভাবে জমে না আর শব্দ নিয়ে খেলা।


বল তো আমায় মাঝে মাঝে যাস হারিয়ে কোথা?
তোর অভাবে মন হয়ে যায় মরা নদীর সোঁতা।
তুই যে আমার ঘুম কেড়েছিস ছুটিস আকাশ পানে,
তোকে ছাড়া ঘুম আসে না কবিগুরুর গানে।


তোকে নিয়ে যতই ভাবি ভাবনা যে যায় বেড়ে,
শুনতে পাই না কারো গলা ডাকলেও গলা ছেড়ে।
তাই তো বলি বদ্ধ পাগল করিস না আর আমায়,
তুই না থাকলে শীতের রাতেও বুকটা আমার ঘামায়।


বলছি তোকে, হে কবিতা! থাকিস আমার পাশে,
তোকে পেলে কুসুমবনের পুষ্পকলি হাসে।


১৭/০৫/২০২১ ইং