রবীন্দ্রনাথ বিশ্বকবি
একলা একটা পৃথ্বী সে!
তারি সৃষ্টির সুধারসে
মজে আছে বিশ্ব যে।


বিশ্বকবি রবীন্দ্রনাথ
মোহনীয় নীল গগন,
যায় না ছোঁয়া তবুও সবাই
তাঁর প্রেমেতে খুব মগন।


তাঁকে বোঝা নয় তো সোজা
নয়তো রবি কুয়ার জল,
কুয়ার ব্যাঙ কি খুঁজে পাবে
সমুদ্রের ওই গহিন তল?


হিন্দু কিংবা মুসলিম হয়ে
যায় না বোঝা রবি-কে,
বুঝতে চাইলে রবীন্দ্রনাথ
হতে হবে মানুষ হে!


হাজার হাজার মানুষ নিতি
করছে যে তাঁর সমীক্ষণ,
দু-এক পাতা রবি পড়েই
যায় কি বোঝা রবির মন?


হিমালয়ের চূড়া রবি
দেখতে গেলেই ভাঙে ঘাড়,
কারো সাথে তাঁর তুলনা
করছে শুনি কোন গোঁয়ার?


এক আকাশে একটাই রবি
তার কিরণ তো হয় না শেষ,
কবিগুরুর সৃষ্টি সুধা
এ ধরাতে অনিঃশেষ।


ধর্ম নামের গণ্ডি দিয়ে
বাঁধতে চাইলে দিবাকর,
ধর্ম-ভণ্ড দুটোই যাবে
কাঁদবে মূর্খ জীবন ভর।


রবির কিরণ ছাড়া বিশ্ব
হয়ে যাবে ধ্বংস লয়,
বিশ্বকবি রবীন্দ্রনাথ
হবে না তাঁর কোন ক্ষয়।


তাঁর আলোতেই আমরা শিখি
জীবন বোধের ধারাপাত,
রবীন্দ্রনাথ বিশ্ব মানব
তাঁর শিখাতে বিশ্ব মাত।


২৯/০৬/২০২১ ইং