ছিলাম তো একা মনে
বেদনার শরাসনে
হঠাৎ জোছনা হয়ে
এলে কেন দ্বারে?


বকুলের ফুলমালা
শুকিয়ে হয়েছে কালা
এখন প্রতীক্ষা করি
যেতে পরপারে।


জীবনের রূপ-রস
নেই আর নিজ বশ
ঝরা মালতির মতো
শুকিয়ে মলিন।


মরে গেছে স্বপ্ন যার
দুঃখ-শোক অনিবার
তার কানে আজ কেন
বাজে সুখ বীণ?


তুমি তো নিঠুর কালা
ডাকিলে আসো না বালা
দখিনা বাতাস হয়ে
এলে কেন দ্বারে?


দিতে নাকি নিতে চাও?
বুঝি না তোমার ভাও
যাবে কি আমায় নিয়ে
ওই পরপারে?


যেখানে ফুটেছে ফুল
ভ্রমিছে ভ্রমর কুল
প্রসূন সুবাসে আজ
জেগেছে হৃদয়।


যাবে কি আমায় নিয়ে
ওই পরপারে প্রিয়ে
দেখাতে নবীন আলো
রবির উদয়।
২৯/০৬/২০২২ ইং