লম্ফ দিয়ে গগন খুড়ো চড়লো ঘোড়ার 'পরে,
ছোট্ট বেলার শখ ছিল তার চলবে ঘোড়ায় চড়ে।
দস্যি ঘোড়া ভীষণ রেগে,
ছুটলো খানিক পবন-বেগে,
ভাঙলো খুড়োর কোমরের হাড় ধপাস করে পড়ে।


গগন খুড়ি তাই না দেখে উঠলো করে রে রে!
ঝাঁটা হাতে বায়ুর বেগে ছুটলো দারুণ তেড়ে।
ভয়তে কাঁপে খুড়োর বক্ষ,
ঝাঁটা মারায় খুড়ি দক্ষ,
মেঘ গর্জনে বললো খুড়ি, এমন করলো কে রে?


হাত জুড়ে কয় খুড়ো মশাই, কারে বা দেই দোষ,
ইচ্ছে হলো ঘোড়ায় চড়ে দেখাই খানিক জোশ।
এমন হবে জানলে আগে,
নিতাম ঘোড়া দারুণ বাগে,
এসব শুনে ভীষণ রাগে করলো খুড়ি ফোঁস।


বললো খুড়ি, চলো বাড়ি দেখাবো আজ মজা,
আমায় তুমি ভাবছো বুঝি ওপাড়ার ওই ভজা,
ভাঙবো তোমার সব কটা হাড়,
নইলে ভাঙবো শক্ত ও ঘাড়,
মিষ্টি হেসে খুড়ো বলে, কী যে বলো রজা!


রজা নামের মহিমাতে খুড়ির রাগ হয় জল,
সোহাগ করে বলে, বুড়ো, এবার বাড়ি চল।
রেঁধেছি আজ ক্ষীরের পায়েস,
ছিলো যে তোর দারুণ খায়েস,
খুড়ো-খুড়ির ভালোবাসার পায় না যে কেউ তল।


১৯/১১/২০২১ ইং