বাংলার আকাশ ঢেকে আছে কালো মেঘে--
বিষণ্ণ দিনের বিষণ্ণ সন্ধ্যার
এক ফালি চাঁদের মতো হেসে তুমি মিলিয়ে যাও
অনন্ত আকাশের দূর নীলিমায়--
অকৃতজ্ঞ বাঙালি--!! অকৃতজ্ঞ ভারতবাসী--!!
একটিমাত্র বিশেষ দিনে ছাড়া
তোমাকে মনে করে খুব কম--!!
অথচ তোমার জন্ম না হলে হয়তো আজো
ভারতের বন্দিদশা ঘুচতো কিনা সন্দেহ--!!


যার প্রবল প্রতাপে
লেজ গুটিয়ে পালিয়েছে ব্রিটিশ সিংহ--
শ্রেণি শত্রুদের কুটিল চক্রান্তে
সেই তুমি হারিয়ে গেছো কালের গর্ভে--!!
হে, অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা--!!
ভারতের স্বাধীনতার একমাত্র দুর্দমনীয়
প্রতাপশালী ধ্রুবতারা--!!
যদি পুনর্জন্ম থাকে, ফিরে এসো
ঘন তমসায় নিমজ্জিত তোমার ভারতের উর্বর মাটিতে--
নতুন করে অঙ্কুরিত করো বিদ্রোহের সোনালি বীজ--
তৈরি করো স্বর্ণযুগের একগুচ্ছ
বিনয়-বাদল-দীনেশ-বাঘা
আর নির্ভীক ক্ষুদিরাম--!!
এক দুরন্ত ঘূর্ণিপাকে ভারত মহাসাগরে নিক্ষিপ্ত করো
সেইসব ষড়যন্ত্রকারী নপুংসকদের; যারা--
ক্ষমতার মোহে, নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে
কাপুরুষের মতো তোমাকে ছুরি মেরেছে
পিছন থেকে--!!
তিহাত্তর বছর ধরে তোমাকে ভুলিয়ে দেওয়ার
ষড়যন্ত্রে লিপ্ত যারা--
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের গলিত লাভায়
ডুবিয়ে দাও তাদের লোভের আগুন--!!
ছুঁড়ে ফেলে দাও অমাবস্যার ঘোর তিমিরে--!!
কৃষ্ণ গহ্বরে--!!
হে, অকুতোভয় নির্ভীক সেনানায়ক--!!
হে, প্রিয় নেতাজী--!! জন্মদিনে তোমাকে জানাই
শত শত সূর্যের অমিত তেজের
রক্তিম শুভেচ্ছা--


২২/০১/২০২১ ইং