‌                      
ভাঙা ঘরে চাঁদের আলো পড়ছে উছলিয়া,
তাই না দেখে ভানু বিবির উঠলো নেচে হিয়া।
রুপালি ওই চাঁদের আলো লাগছে কি যে ভালো!
দূরে থাকা বন্ধুর ভাবনায় মুখ হয়ে যায় কালো।


আসবে বলে সেই যে গেলে মৎস্য ধরতে সিন্ধু,
আমার কথা তুমি কি গো ভাবোনা এক বিন্দু?
আঁধার রাতে ভীষণ ভয়ে একলা থাকি ঘরে,
রাজাকারের মুণ্ডু দেখলে ঝাঁকি মারে জ্বরে!!


একাত্তরে নারী হরে পড়েছিল লোভে,
তোমার লাথি-গুতো খেয়ে জ্বলছে আজো ক্ষোভে!
ফাঁকা পেলেই আমার ঘরে মারে উঁকি-ঝুঁকি,
কেমন করে একলা আমি এই রাজাকার রুখি!!


আজকের এমন পূর্ণ শশী দেয় হৃদয়ে দোলা,
তোমার আশায় পরাণ সখা দুয়ার আমার খোলা।
সুযোগ পেয়ে যদি আসে ছামাদ রাজাকারে,
এক কোপে ওর পরমাত্মা পাঠাবো ওপারে।


এই জোছনায় এলে তুমি খুশির বানে ভাসবো,
জোছনা ভরা শস্য ক্ষেতে দুজন মিলে হাসবো।
সেই খুশিতে মিলবে এসে স্বপ্নপরী হেসে,
তুমি আমি যাবো ভেসে রঙিন স্বপ্নের দেশে।


২১/১২/২০২০ ইং