সুখের দিনে করেনা মনে কেহই ভগবান,
বিপদকালে আপন মনে জপে যে তার নাম।
স্বার্থবাদী মানুষ গুলো স্বার্থ দেখে ছোটে,
স্বার্থ শেষে বিজয়ী বেশে হাসে আপন ঠোঁটে।


জগৎজুড়ে সব মানুষে আপন ভালো চায়,
নিজ স্বার্থ ফুরিয়ে গেলে খুঁজে পাওয়া দায়।
লোভের বশে অংক কষে ব্যবসা ফাঁদে কত,
গরিব-দুখী, আত্মভোলা ঠকিয়ে শত শত।


রজত লোভে, কনক লোভে পাহাড় পদ চুমি,
বন বনানী পাহাড় কাটে খনন করে ভূমি।
নিসর্গকে ধ্বংস করে মানুষ হয়ে লোভী,
রুষ্ট হয়ে প্রকৃতি তাই ক্ষেপেছে দেখি খুবি।


গেল তুফান আছে করোনা আসছে ধেয়ে বান,
এক বিপদ যেতে না যেতে আরেক বলবান।
প্রকৃতি চায় শেখাতে আজ সে যে শক্তিমান,
হিংসা ঘৃণা ভুলে মানব হওরে ধাবমান।


প্রকৃতির এ অনল দাহে পুড়ছে দেশ, জাতি,
মরছে নর, আপনজন দ্বেষের মাতামাতি।
মানুষ করে অপকর্ম দুষসে ভগবানে!
কোথায় আছো হে ভগবান বাঁচাও জানে মানে!


স্রষ্টা তিনি সব খানেতে আছে বিদ্যমান,
মানুষ ভালো হলে স্রষ্টা হবেন দয়াবান।
শিক্ষা দিতে মানবে তিনি ঝঞ্ঝা রূ‌পে আসে,
মানবতার শিক্ষা দিতে রুষ্ট হাসি হাসে।


২৯/০৭/২০২০ ইং


মাত্রাবৃত্ত ছন্দ
মাত্রা- ৫+৫+৫+২