বিধাতা ধরেছে আজ কঠিন মুরতি,
ধনীতে ধানীতে চলে আনন্দ বিহার,
অনাহারে কাটে দিন গরিব সবার,
ক্ষমতা ধারক শুধু করে প্রতিশ্রুতি।
ধনবানে করে শুধু ধনের আরতী,
প্রজাকুল, প্রাণীকুল না পাক খাবার,
দুশ্চিন্তা দুর্ভাবনা সে নয় তো রাজার,
সবার মঙ্গল কথা ভাবুক নিয়তি!


আত্মচিন্তা আত্মসুখে সদা যারা রত,
অপরের কথা যারা ভাবেনা কখনো,
তাহাদের নোংরামীতে বিধাতা অবাক!
নিষ্ঠুর মানুষে দিতে সুশিক্ষা সতত,
বিধাতা ধরেন অস্ত্র কখনো-সখনো,
করোনার রূপে এসে তাই সে সবাক।


২০/০৯/২০২০ ইং