উত্থান-পতনে ভরা জীবনের পথ,
যেন কাঁটাঝোপে ভরা বনপথে হাঁটা।
অজানা বিপদে চলতে লাগে বক্ষপাটা,
গন্তব্যে পৌঁছাতে লাগে কঠিন শপথ।
স্বার্থের কারণে যারা নেড়ে নেড়ে নথ,
মধুকর হয়ে তোলে পায়ে ফোটা কাঁটা,
তোমার বিপদে পথে থাকে নিয়ে ঝাঁটা,
কখনো তাদের সাথে করো না দ্বৈরথ।


ভালোবাসা পারো দেবে, চেয়ো না তা ফিরে,
কষ্টের আগুনে পুড়ে হয়ে যাবে খাক।
তার চেয়ে বেঁধে নাও বুকেতে পাষাণ,
উপল বিকীর্ণ পথে ধৈর্যে চলো ধীরে।
দৃঢ়তায় হেঁটে চলো যত বাধা থাক,
জীবনে সাফল্য এসে গাবে মধু গান।


২০/০৮/২০২১ ইং