খেলছো তুমি দারুণ খেলা ওহে ভগবান!
নিত্য নতুন সাজাও ঘুঁটি গাঁজায় দিয়ে টান।
আমরা যখন মর্ত্যবাসী ভুগছি করোনায়,
দারুণ সুখে স্বর্গে তখন হাসছো তুমি, হায়!


গরিব মানুষ মরছে ভুখায় তোমার কি নেই চোখ?
নাকি তুমি নেতার মতোই অন্ধ, কালা লোক?
সর্বশক্তিমান তোমাকে বলি আমরা রোজ,
মন্দিরে দেই অর্ঘ্য ঢেলে অনেক রকম ভোজ।


কেমন করে থাকো তুমি এমন নির্বিকার?
গরিব মেরে নেতায় পরে গলায় মুক্তাহার।
তোমার থেকে শিক্ষা নিয়ে ওদের এতো বাড়,
খেপলে জনগণে পূজা পাবেনা তো আর।


সমান কৃপাদৃষ্টি তুমি সবার দিকে দাও,
ধনী-গরিব, উঁচু-নিচু হটিয়ে দাও তাও।
সবার মধ্যে জাগিয়ে দাও মানবতার বোধ,
নইলে তোমার পূজার অর্ঘ্য করে দেবো রোধ।


আগের মতো অন্ধভাবে নাড়ে না কেউ ঘাড়,
নেতা কিংবা স্রষ্টা কেউ আর পাবে না তো ছাড়।
তাই তো বলি হে ভগবান! সমান দৃষ্টে চাও,
সুখে রেখে সকল মানুষ আনন্দে গান গাও।


১৫/০৭/২০২১ ইং