তোর কথা বাপ ভেবে ভেবে কাটে আমার দিন,
পথের পানে চেয়ে চেয়ে দৃষ্টি আমার ক্ষীণ।
আসবি বলে সেই যে গেলি বছর হলো পার,
তুই যে আমার ক্ষুধাহরা গলার কন্ঠ হার।


স্বাধীনতা আনবি বলে গেলি চলে তুই,
আকাশ গাত্রে তোকে খুঁজতে ঝাপসা চোখে শুই।
দেশ তো কবেই স্বাধীন হলো পাইনা দেখা তোর,
শ্রাবণ ধারার মতো ঝরে আমার নয়ন লোর।


ঝিঁঝি ডাকা জোছনা রাতে আকাশ পানে চাই,
হাজার তারার মাঝে যদি তোকে খুঁজে পাই।
দুষ্টু মেঘের মতো এসে আমার চোখে জল,
ঢেকে ফেলে স্বপ্নতারা পাই না খুঁজে তল।


বাপের মতো আমায় ছেড়ে গেলি রে তুই কই?
ভাঙা ঘরে একলা আমি কেমন করে রই!
আমার মতো তোর অপেক্ষায় পাশের বাড়ির জুঁই,
লাগিয়েছে তোর পছন্দের লম্বা ডাটার পুঁই।


জুঁইও শুকায়, পুইও শুকায় স্বপ্ন খাচ্ছে মার,
আমার মতো যখন-তখন হচ্ছে ঘরের বার।
পাশের বাড়ির ছামাদ মিয়া করছে ওকে জোর,
ওর চোখেতে দেখছি আমি দারুণ নেশার ঘোর।


জুঁইয়ের চোখের তারায় দেখি তোর হারানো মুখ,
ওর চোখেতে দেখি আমি স্বপ্ন আঁকা সুখ।
মেঘের মতো জুঁইও যদি যায় ভেসে খুব দূর,
কান্না পাহাড় ভাসিয়ে নেবে আমায় সমুদ্দুর।


০২/০৫/২০২১ ইং