সাম্যবাদ (লিমেরিক - ৩)
                      --জগদীশ চন্দ্র মণ্ডল


আমরা আছি দারুণ সুখে দিদির মুখে সাম্যবাদ,
বেছে বেছে দিচ্ছে টিকা আমরা সবাই পড়ছি বাদ,
কিছু লোকে হাল্লা করে,
কিছু লোকে ধৈর্য ধরে,
ঘাসের সাথে পিরিত যাদের নিচ্ছে টিকার মধুর স্বাদ।


০৪/০৬/২০২১ ইং


         ধড়িবাজ ইঁদুর (লিমেরিক-৪)
                      --জগদীশ চন্দ্র মণ্ডল


ধড়িবাজ সব ইঁদুরগুলো ভাঙছে নিতুই ঘর,
আজ যে আপন কালকে তারে লোভে করে পর।
ভাঙা-গড়ার খেলা খেলে,
মাঝে মাঝে যাচ্ছে জেলে,
নগ্ন নৃত্যে লম্ফ দিয়ে কারো ভাঙে ধড়।


১৪/০৬/২০২১ ইং