বিবসনা হয়ে উদ্দাম নৃত্য করতে যদি কারো মন চায়
করতেই পারে, আমি বাধা দেবার কে?
তবে সমাজ সামাজিকতা বলে কথা আছে
স্বপ্নবিলাসী নৃত্যকারীর উচিত চার দেয়ালের মধ্যে
নিজেকে বন্দি রেখে নৃত্য করা
যাতে লঙ্ঘিত না হয় শালীনতার বেড়াজাল,
তা যেন প্রকাশ্যে নিষিদ্ধ ক্ষুধার উদ্রেক না করে
কৌতুহলী জনতার--
আমার কিছু প্রতিবাদ মূলক লেখার কারণে
যারা আমার লেখাকে বলে "অমানবিক" বা
প্রকাশ্যে যুক্তি খণ্ডন বা প্রতিবাদ না করে
পর্দার আড়ালে থেকে
আমার লেখাকে "স্রষ্টার মুখশ্রীত বাণী" বলে
কটাক্ষ করে,
তাদেরকে আমি বলব মেরুদণ্ডহীন------
প্রচলিত ধর্ম ব্যবস্থার প্রতি আস্থা না থাকলেও
কারো ধর্ম বিশ্বাসে আঘাত করি না আমি,
আমি বিশ্বাস করি সর্বশক্তিমান স্রষ্টাকে--
সেই স্রষ্টার কাছে কায়মনে প্রার্থনা করি,
আপনাদের মনোবৈকল্য তিরোহিত করে
আপনাদের মনে বয়ে দিক শান্তির প্রস্রবণ--


আমার নিন্দাকারীর সর্বাঙ্গীণ মঙ্গল হোক--


১৬/০৫/২০২১ ইং