আমি ব্যর্থ বোঝাতে তোমায়
মন রয়েছে তোমাতে,
তোমার জন্য হৃদয় আমার
আছে এখন কোমাতে।


সুখেই কাটছে দিন যে তোমার
হয়ে কারো সুখ বাতাস,
অর্ধমৃত জীবন আমার
করছি শুধু হা-হুতাশ।


চাঁদনী রাতে তারার মেলায়
বলতে চোখে রেখে চোখ,
তোমার থেকে ছিন্ন হয়ে
ছাড়বোনা তো ইহলোক।


হৃদয় খানি হরণ করে
করছো এখন পরের ঘর,
ছিন্ন পাতার মতো ভেসে
আটকে আছি বালুর চর।


বুকের ব্যথায় জ্বলছি আমি
যেমন জ্বালায় দাবানল,
তোমার দেয়া কষ্ট পাহাড়
চড়তে গিয়ে পাইনে বল।


তোমার দেয়া বিষের জ্বালায়
জ্বলছি আমি দিন-রাত্রি,
পণ করেছি এই জীবনে
খুঁজবো না আর সৎ-পাত্রী।


১১/১১/২০২০ ইং