বন্ধু হওয়া নয় তো সোজা
নয়তো বন্ধু ঘড়ার জল,
একটু একটু তুলবে নিতি
ফলবে তাতে সোনার ফল।


বন্ধু মানেই বুকের মাঝে
লক্ষ সুখের ফোয়ারা,
হেরেও তুমি পাবে না লাজ
যতই হারো গো হারা।


বন্ধু মানেই মনের মাঝে
ভায়োলিনের মধুর সুর,
ঝাঁঝা রোদ্দুর গায়ে মেখে
দেখতে যাওয়া সমুদ্দুর।


বন্ধু মানেই ভোরের সূর্য
দূর করে দেয় অন্ধকার,
সব বিপদে পাশে থাকে
নির্ভরতায় জীবন পার।


ভোরের হাওয়ার সজীবতায়
বন্ধু বাড়ায় মনের জোর,
স্বার্থবিহীন চলবে নিতি
লেগে যাবে মনে ঘোর।


মনের মতো বন্ধু পেলে
আকাশ ভরা আনে সুখ,
যদিও থাকে নিত্য অভাব
দেয় না মনে কোন দুখ।


স্বার্থবাদী বন্ধু যদি
এসে পড়ে জীবনে,
মনের শান্তি উবে যাবে
জাগবে ইচ্ছে- যাই বনে।


যাকে-তাকে বন্ধু ভেবে
করবে না কেউ মোটেই ভুল,
আবর্জনার অভিঘাতে
পাবে না যে কোন কুল।


সঠিক বন্ধু মনের মাঝে
নিয়ে আসে সুখের বান,
দুঃখ-আঘাত সামলে নিয়ে
যায় যে গাওয়া জীবন গান।


০২/০৮/২০২১ ইং