শান্তি সুখের মেলা (অনু কবিতা-৬)
                      --জগদীশ চন্দ্র মণ্ডল


গা-উজাড়ি মনোভাবে চলে সকল লোক,
কারোর কষ্টে পায়না কষ্ট নেই তো কোন শোক।
অন্য কারো বিপদ দেখলে খুক্ খুক্ করে হাসে,
নিজের ঘাড়ে বিপদ এলে নয়ন জলে ভাসে।


এমনি ভাবে সবাই যদি চলে স্রোতের টানে,
এই ধরাতে থাকবেনা সুখ যাবে ভেসে বানে।
এই ধরনী হতে পারে শান্তি-সুখের মেলা,
অন্যের দুঃখে সবাই যদি হই হৃদয়বান ভেলা।


২০/১১/২০২০ ইং


  বিধাতার উল্লাসে (অনু কবিতা-৭)
             --জগদীশ চন্দ্র মণ্ডল


লোভের আগুনে পুড়ে গেছে সব
         জীবনে গিয়েছি হেরে,
প্রিয়জন যারা কাছে ছিল তারা
        গিয়েছে আমায় ছেড়ে।
       ছিন্নভিন্ন জীবন আমার
         নিয়তির পরিহাসে,
  বেদনার বিষে অগ্নি জ্বলছে
         বিধাতার উল্লাসে।


২১/১১/২০২০ ইং