আমায় যেদিন বললে এসে, ভালোবাসি,
মন আকাশে ঝরছিল খুব বৃষ্টি রাশি।
তখন ছিল ফাগুন বেলা,
শিমুল-পলাশ ফুলের মেলা,
হেসেছিল চন্দ্রিমা ওই মিষ্টি হাসি।


আবার যেদিন বললে, আমায় করবে বিয়ে?
ঘুরবো দুজন নীল নীলিমার রঙ মাখিয়ে।
শরতের ওই মেঘের ভেলা,
করছে তখন দারুণ খেলা,
হেসেছিল মুক্তো হয়ে আমার হিয়ে।


দুঃখ-সুখের ভেলায় ভেসে কেটেছে দিন,
তোমায় নিয়ে আজো আমার স্বপ্ন রঙিন।
হাতের পরে হাতটি রেখে,
হৃদয় কোণে আবির মেখে,
কাটাতে চাই আর কটা দিন খুব অমলিন।


আসুক না ঝড় প্রবল বেগে আকাশ জুড়ে,
ভালোবাসার শক্ত খোলে রাখবো মুড়ে,
তোমার আমার সাজানো পথ।
এসো করি আজকে শপথ,
দেখবে ধুলোঝড়ের রাশি গেছে উড়ে।


১১/০৯/২০২১ ইং