মেঘের কান্না থেমে গেছে আজ
আকাশে সূর্য হাসে,
নীহার বিন্দু মুক্তোর মতো
হাসছে দূর্বা ঘাসে।


ভোরের সমীর সজীবতা আনে
শিউলি সুবাস ঘ্রাণে,
ভবানী মায়ের পদধ্বনি শুনে
শিহরণ জাগে প্রাণে।


শত দুর্যোগ পৃথিবীর বুকে
স্বজন হারানো মুখ,
কান্না লুকায়ে খুঁজে পেতে চায়
সজীব বরষা সুখ।


এসো মা দুর্গা কল্যাণময়ী
সুখের আশিস বয়ে,
শারদ আকাশে কাশফুল হাসি
হাসুক জোছনা ক্ষয়ে।


দূর হয়ে যাক যতো অনাচার
আবার হাসুক ধরা,
ফুলের মতন শিশুরা হাসুক
অমিয় জোছনা ভরা।


০৩/১০/২০২১ ইং