শরাবের নেশা, ইয়াবার নেশা সব হয়ে গেছে ফেলনা,
দেশময় দেখো মুঠোফোন আজ শ্রেষ্ঠ নেশার খেলনা।
মদ ও গাঁজায় ব্যস্ত কজন? সব মজে আছে ফোনে,
তরুণ সমাজ, নারী ও পুরুষ ব্যস্ত ঘরের কোণে।


মাঠ-ঘাট আজ ওদের দখলে বন্ধুরা মিলে খুব,
চোখগুলো রেখে ছোট পর্দায় বেহুশ নেশায় ডুব।
বন্যায় ভাসে বাড়ি-ঘর-চর রেখে যায় কিছু পলি,
সোনার ফসল ফলিয়ে সেখানে কৃষকের মুখে হলি।


কিন্তু ফোনের নেশায় মত্ত তরুণেরা ডুবে যায়,
ভালো কিছু তার পাই না তো খুঁজে করি শুধু হায় হায়!
ফোনের নেশায় তরুণ-তরুণী করে না লেখা ও পড়া,
যদি কিছু বলি রেগে যায় খুব চোখ হয় ছানাবড়া।


ধ্বংসের মুখে পরিবার আজ ধ্বংসের মুখে দেশ,
স্বপ্নের গায়ে কাদা জল মেখে স্বপ্নরা নিঃশেষ।
আমি বসে ভাই মাথা চাপড়াই আসেনা আঁখিতে ঘুম,
ফোনের নেশায় মত্ত যুবারা কাটে রাত নির্ঘুম।


যদি চাও এই দেশকে বাঁচাতে, চাও গো বাঁচাতে তরুণ,
টানতে হবেই মুঠোফোনে রাশ নইলে ডুববে অরুণ।
পুবের অরুণ পশ্চিমে ডুবে ফের উঠে দেয় আলো,
নেশায় ডুবলে তরুণ-অরুণ হবে না দেশের ভালো।


২১/০৯/২০২১ ইং