কারো কবিতায় কমেন্ট
শুধু ভদ্রতা, শিষ্টতার বহিঃপ্রকাশ নয়,
নয় শুধু ভালো লাগা, মন্দ লাগার
অনুভূতির অনন্য প্রকাশ,
তার চেয়ে ঢের বেশি।


কমেন্ট হতে পারে
সৌভ্রাতৃত্ব, বন্ধুত্ব,
আবহমান কালের চিরচেনা ভালোবাসা,
অন্তরঙ্গতার প্রথম উন্মেষ,
প্রেমের প্রথম অঙ্গীকার।


যেমন--
অচেনা, অজানা কাউকে নমস্কার করলে
প্রথমে ঘুরে তাকানো,
তারপরে কাছে আসা,
হাত মেলানো,
অতঃপর শুরু পরিচয়ের আদিপর্ব।
একটু একটু করে ঘনিষ্ঠতা,
এভাবেই সূচিত হয়
অবিনাশী প্রেমের অমর গাঁথা।
আর প্রেম ছাড়া জীবন অচল,
ঊষর মরুর বুকে হারিয়ে যাওয়া
মরা নদীর মতো একা,
নিঃসঙ্গ।


কবিতায় কমেন্ট তেমনি--
পৃথিবীর সাথে মানবের প্রথম পরিচয়ের মতো,
প্রকৃতির সাথে মানুষের হৃদ্যতার মতো,
পাহাড়ের সাথে অন্তরিক্ষের মিতালীর মতো,
ধীরে ধীরে অন্তরঙ্গতার
প্রথম সোপানে পদবিক্ষেপ।


কবিতায় কমেন্ট
স্রোতস্বিনীর বুকে জেগে ওঠা নূতন চরায়
শামুক, ঝিনুকের সঙ্গে বালুকাবেলার মিতালীর সূত্রপাতের মতো।
দিগন্ত বিস্তৃত নীলিমার সাথে
ভূলোকের আদিগন্তহীন প্রেমের
রঙিন আলপনার মতো।


কবিতায় কমেন্ট
কবি বন্ধুদের পারস্পারিক সম্পর্ক,
প্রেম, ভালোবাসার
শুভ সূচনা,
শুভারম্ভ।


০৩/০৭/২০২০ ইং।


(একটু ভিন্ন রকম অনুভূতিতে কবিতাটি লিখলাম।
কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে)