সকালবেলা উঠে না রোদ
দুপুরবেলাও না,
বিকেলবেলায় সূর্যি মামা
করলো একটু হা।


সন্ধ্যেবেলায় ডোবার কাছে
ডাকে একটি ব্যাঙ,
অঝোর ধারায় ঝরে বারি
বাড়ে ঘ্যাঙর ঘ্যাঙ।


রাত্রিবেলায় আকাশ ভরে
মেঘের আনাগোনা,
মাঝে মাঝে চাঁদ উঁকি দেয়
ছড়িয়ে জোছনা।


মেঘের ফাঁকে শশীর থেকে
ছড়ায় যখন আলো,
তখন যে মুখ মনে পড়ে
তারেই বাসি ভালো।


মনের কোনে ঝিলিক মারে
তাহার মুখের হাসি,
চাঁদনী রাতে একলা বসে
শুনি মোহন বাঁশি।


লকডাউন ও অতিমারি
বাড়ায় ব্যবধান,
মনের ব্যথা মনেই থাকে
হয় না অবসান।


মেঘের ফাঁকে চাঁদনী রাতে
বাজছে মনে সুর,
সখা আমার কেমন আছো
থেকে অতদূর?


মেঘের ফাঁকে চাঁদনী রাতে
জাগছে মনে স্মৃতি,
তোমার ভালোবাসার টানে
উঠছে ভরে প্রীতি।


ধৈর্য ধরে থাকতেই হবে
আরও কিছু দিন,
বদ করোনার অবসানে
আসবে শুভদিন।


১৪/০৬/২০২০ ইং।