জলা জমির চারপাশে চক্কর দেয় একটি সাদা বক
দুধের মতন ধবধবে সাদা
কিন্তু খাদ্যাভাবে হাড্ডিসার
সাই করে নেমে আসে একপাশে
ভীষণ ক্ষুধার্ত
এদিক ওদিক তাকিয়ে হাঁটছে
বিড়ালের মতো সন্তর্পনে
খুঁজছে শিকার
মৎস্য শিকার আগের মতো সহজলভ্য নয়
নানান রকম জাল পেতে মৎস্য শিকারিরা
ধরে ফেলে সব মাছ
দূর থেকে হাড্ডিসার বকটিকে দেখছিল
একজন পেশাদার বক শিকারি
একটি পুঁটি মাছ দিয়ে জলাজমির একপাশে
ফাঁদ পাতে শিকারি
ধীরে ধীরে সারা জলাভূমি চক্কর দেয় বকটি
ভাগ্যে জোটে না একটি মাছও
দূর থেকে পুঁটিটিকে খলবল করতে দেখে
কাছে যায় অতি সতর্কভাবে
খপ করে ছোঁ মারে ক্ষুধার্ত বক
আর যায় কোথা--?
ফাঁদে আটকা পড়ে বনে যায় বেকুব
শিকার ধরতে এসে সে হয়ে যায় শিকার--


ক্ষমতালোভী রাজনীতিবিদদের কাছে
দরিদ্র, অসহায়, নিরন্ন মানুষ
এরকম সহজ শিকার,
ক্ষমতার শিখরে ওঠার সিঁড়ি--


১৪/০৭/২০২১ ইং