মন বলে দূরে থাকি অযুত সময়।
ভালোবেসে যদি ডাকো ওগো শুভময়,
আবার ফেরাতে পারি এ তরণী খান।
তোমায় শোনাতে পারি জীবনের গান।


উজানের স্রোত বেয়ে ছোটাবো এ নাও,
যাযাবর সময়ের বেঁধে নিয়ে পাও।
রেখে এ কোমল হস্ত তব শক্ত করে,
কাটাবো অনন্ত কাল জীবন সমরে।


কুটিল, পঙ্কিল এই সমাজের ভালে,
দোঁহে মিলে এঁকে দেবো আবিরের লালে,
এক আকাশ স্নিগ্ধতা, সবুজ সোহাগ,
সরল শিশুর মতো ভালোবাসা ফাগ।


বরফ শীতল হস্তে যদি রাখো হাত,
উষ্ণ প্রস্রবণ সম প্রণয় প্রপাত
ধুয়ে-মুছে সাফ করে দেবে হলাহল,
ঊষর মরুর বুকে ফলাবো ফসল।


এই বুকের অলিন্দে আছে যার নাম
সে তো তুমি, শুভময়-- বৃন্দাবন ধাম,
আমার বৈকুণ্ঠ তুমি, গোলকের নাথ,
তুমি ছাড়া এ জীবন তমস্বান রাত।


মরা নদী হয়ে গেছে হৃদয়ের বাঁক,
বধির কর্ণযুগল শুনে না তো হাঁক।
একবার শুভময় যদি ডাকো ফিরে,
ঝড়ের তাণ্ডবে যাবো তব বক্ষ নীড়ে।


এসো মিলে সৃজি দোঁহে কুসুমকানন,
বালুচরে হেসে ওঠা কাশফুল মন,
খুশির লহরী তুলে নীল নীলিমায়,
সৃজিব অনন্ত সুখ অসুখী ধরায়।


১৪/০৯/২০২১ ইং