এখনো তো দেখতে পাচ্ছি--
পুকুর ঘাটে একলা বসে করছো তুমি চান,
আপন মনে গুনগুনিয়ে গাইছো মধুর গান।
দখিন হাওয়া বইছে ধীরে,
বারিপর্ণী ভাসছে নীরে,
হাঁসগুলো সব তোমায় ঘিরে করছে আলাপন,
দুষ্টুমি আর সোহাগ দিয়ে ভরিয়ে নিচ্ছ মন।


আমি ছিলাম গোহাল ঘরে,
নেমে এলাম ঘাটের 'পরে,
তোমার সাথে করবো গাহন এটাই আমার পণ,
সে সব কথা আজো মনে জাগছে অনুক্ষণ।


দুইটি দোয়েল পাখি ছিল ঘাটের পাশের গাছে,
আপন মনে খাচ্ছিল আর একটু একটু নাচে।
ছুঁয়ে দেয়ার ছলনাতে,
রৌদ্র জ্বলা সেই প্রভাতে,
হাতটি তোমার ধরে হাতে বললাম, দেখো পাখি,
তোমার আমার দিকে ওরা মেলে আছে আঁখি।
তোমার আঁখি আমার আঁখি,
হয়ে গেল মাখামাখি,
অজানা এক মধুর আবেশ ছড়িয়ে গেল মনে,
তখন কি আর জানা ছিল কাঁদাবো নিরজনে!
কষ্ট পাহাড় উঠবে জেগে বুকের ঈশান কোণে!


আজও তেমনি বইছে বাতাস,
শূন্য ঘাটে ভাসছে যে হাঁস,
গাছে তেমনি বসে আছে দুইটি দোয়েল পাখি,
তাই না দেখে অশ্রু জলে ভরছে আমার আঁখি।


এখন আমার শূন্য ঘরে জ্বলে না আর আলো,
আমার কাছে সুখ ও স্বপ্ন আঁধার রাতের কালো।
হয়তো তুমি সুখেই আছো,
আগের মতই কাঁদো-হাসো,
মনের সুখে অন্যের ঘরে জ্বালছো প্রদীপ ভাতি,
আমার হৃদয় আকাশ জুড়ে শুধুই কালো রাতি।


১৮/০৪/২০২১ ইং