ঈদ আনে মহাখুশি ভালোবাসা মনে,
বিলায় সে ভালোবাসা প্রতি জনে জনে।
কোলাকুলি বুকে বুকে প্রেম করে দান,
সুখের লহরী, ওঠে আনন্দের বান।


এ সময়ে এসো ভুলি দীন-ধনী ভেদ,
চেষ্টা করি মুছে দিতে গরিবের খেদ।
স্রষ্টার সৃষ্টি সবাই কেউ নয় হীন,
গরিবে যে হিংসা করে সে যে বড়ো দীন।


স্রষ্টার অতুল সৃষ্টি সমভাবে দান,
চন্দ্র-সূর্য আলো দেয় সমান সমান।
রবির স্বর্ণ কিরণ সকলের জন্য,
মানুষ ও পশু-পাখি ভোগ ক'রে ধন্য।


বৃক্ষ-লতা-পাতা-শস্য তাপ থেকে পায়
তাদের ভোগ্য রসদ, জীবন বাঁচায়।
তবে কেন মানুষের অন্তরে দীনতা?
অপরে ঠকায়ে সুখ, দেখায় হীনতা।


ঈদ পারে মুছে দিতে দৈন্য মনোভাব,
সাম্য-মৈত্রী এনে দিতে সুশীল স্বভাব।
সবারে বাসবো ভালো ঈদের শপথ
এসো করে সৃষ্টি করি সুগম্য সুপথ।


০২/০৫/২০২২ ইং


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল কবি বন্ধুকে জানাই "ঈদ মোবারক"! সবার কল্যাণ হোক! সবার মধ্যে জাগ্রত হোক ভেদাভেদহীন মানবতা।