সুখ পাখিটা ধরার ইচ্ছা
সকল লোকের আছে,
দুঃখকে কেউ আপন করে
চায়না রাখতে কাছে।


কুহেলিকায় ভরা দেখুন
সুখ নামের ঐ শব্দ,
ধরতে গেলে পালিয়ে যায়
হবেন আপনি জব্দ।

বাবা-মায়ের যেই ছেলেটি
শিক্ষা-দীক্ষায় উচ্চ,
বিপদকালে মা-বাবা আর
দেখেনা তার পুচ্ছ।


অথচ খুব মজার কথা
যেই ছেলেটি দুর্বল,
সকল ঝঞ্জা আঁধার রাতে
সেই তখন সম্বল।


সুখ পাখিটা তেমনি করে
থাকে সদাই দূরে,
হঠাৎ করে দু' একটিবার
যায় জীবনে ঘুরে।


দুঃখটা কেউ চায়না নিতে
যাবে কোথায় আর,
তাইতো সদাই কাছে থাকে
বহে দুঃখের ভার।


সুখের সময় কত মানুষ
আশেপাশেই ঘুরে,
দুঃসময়ে তারাই আবার
যায় যে সরে দূরে।


অনেক বন্ধুর ভিড়ে দেখ
সুহৃদ সুজন রয়,
বিপদকালে সবাই ভাগে
পায়না সে জন ভয়।


ঘোর বিপদে যায় যে চেনা
সত্যিকারের মানুষ,
বিপদে না পড়লে কারোর
ফিরবে না আর হুঁশ।


অটল ভাবে দুঃসময় টা
করতে পারলে জয়,
সুখ পাখিটা অমনি এসে
আপনি ধরা দেয়।


অনল বিনা কনক কভু
হয় কি পুরো খাঁটি?
দুঃখানলের পরশ গুনে
সুখটাকে নাও বাটি।


জন্ম থেকে যেসব মানুষ
পায়নি কভু কষ্ট,
হঠাৎ দুঃখের আগমণে
জীবন হয় তার নষ্ট।


দুঃখ বিনা সুখ যদি কেউ
সকল সময় চায়,
সুখের মর্ম তাহার পক্ষে
বুঝাই ভীষণ দায়।


সুখ-দুঃখ আর হাসি-কান্না
আপন আপন ভাই,
একটি ছাড়া অন্যটি আর
পাবার উপায় নাই।


২২/০৬/২০২০ ইং