আগাছা পরগাছায় ভরে গেছে দেশ,
দেশের প্রতি ওদের নেই প্রেম লেশ!
জমির আগাছা করে ফসলের ক্ষতি,
আগাছা মানুষ সাজে সমাজের পতি।
দেশ-জাতি সকলের ক্ষতি করে সুখে,
আরাম আয়েশে কাটে দিন হাসি মুখে।
তাই তারা ভাল কাজে করে নিন্দা রব,
অপকর্মে হয় সদা দারুণ সরব!
দেশের ভেতরে কত দুরাচার থাকে,
সুকৌশলে মানুষকে ফেলে নানা পাঁকে।
গোবাঘার চেয়ে ওরা অতীব নৃশংস,
সমূলে বিনাশ চাই হারামীর বংশ!
স্বদেশের সাথে এরা করে শুধু ছল,
কপটাচারীর চোখে দেখি মায়াজল!
দেশের শত্রুর সাথে রাখে যোগাযোগ,
দেশেরে বিপদে ফেলে বাড়ায় সম্ভোগ!
দুর্মদ! কপটাচারী! শোন পেতে কান,
এ দেশের তরুণেরা দিচ্ছে অস্ত্রে শান।
তোদের লেঙুরে জ্বেলে ভয়াল আগুন,
স্বদেশের ভালে ওরা ফোটাবে ফাগুন।
জগতের সেরা হবে আমাদের দেশ,
হৃদয় দোলাবে এসে সুখের আবেশ।


১৭/০১/২০২১ ইং