নদীর স্রোতের মতোই বয়ে চলে জীবন
দেখতে দেখতে হারিয়ে গেল মূল্যবান বাইশটি বছর
অনেক চড়াই-উতরাই পেরিয়েছি তোমার হাত ধ'রে
নির্ভীক নাবিকের মতো দেখিয়েছো দিশা
তোমার ভালোবাসার উষ্ণ প্রস্রবণে বুনো হাঁসের মতো সাঁতার কাটি রোজ
তোমার 'পরে অর্পিত দায়িত্বে ভাটা পড়েনি কখনো
নির্ভরতার প্রতীক তুমি
তোমার ভালবাসার সবুজ প্রাঙ্গণে আমি নির্ভার
রঙিন প্রজাপতি
নির্ভাবনায় ঘুরে বেড়াই ফুলে ফুলে
কুড়াই পুষ্পরেণু
এ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঘূর্ণাবর্তের সম্মুখে
নায়াগ্রা জলপ্রপাতের মতোই জীবনের ভয়ঙ্কর বাঁক
স্বাচ্ছন্দে পেরতে চাই- দৃঢ় মনোবল
চাই- অসীম সাহস এবং ধৈর্য
তবেই সৃষ্টি হবে সুখের অমরাবতী
এসো আট মে আর পঁচিশে বৈশাখের সীমারেখা ভেদ করে হাতে হাত রেখে হাঁটি


অমিয় সুধায় ভরা সৃজিত রবীন্দ্র সরোবরে


০৭/০৫/২০২২ ইং