চোরের দলে একজোট হয়ে
করে চুরি রোজ,
উর্দি পরা পাহারাদার
রাখে না তার খোঁজ।


ওরাও খানিক কলকেটা পায়
থাকে বুজে চোখ,
আমজনতার ঘাড়ে থাকে
দোষ চাপানোর ঝোঁক।


অফিস কিংবা আদালতে
হাত সাফাইয়ের খেল,
কী আর হবে জনগণের
পাকলে গাছে বেল!


চেরাগ হাতে ওরা সবাই
আঁধার করে চাষ,
আশায় থাকি কবে ওদের
পড়বে গলায় ফাঁস!


আমজনতা চুনো পুঁটি
দুঃখ থাকতে নেই,
ওরাই সুখের বদহজমে
হারিয়ে ফেলে খেই!


১০/১০/২০২২ ইং