‌                                  
আলসেমিতে ঘুমের ঘোরে আর থেকোনা অচেতন,
সূয্যিমামা জাগার আগে দাওনা উঠে পড়ায় মন।
সময় হল রেসের ঘোড়া চলছে ছুটে খুব বেগে,
হেলায় নষ্ট করলে তাকে যায় কিন্তু সে খুব রেগে।


ভোরের রবি দিন পেরিয়ে বিদায় মাগে সন্ধ্যাতে,
পড়ায় তোমরা মন না দিলে সন্ধ্যা হবে ভোর রাতে।
ভোরের বেলার সজল হওয়া পাবে কি আর দুপুরে?
হেলায় নষ্ট করলে সময় ডুববে মজা পুকুরে।


ছাত্রজীবন পড়ার সময়, গড়ার জন্য জীবন পথ,
অন্ধ নেশায় মত্ত থাকলে থমকে যাবে চলার রথ।
সময় থাকতে করলে কর্ম সফল হবে জীবনে,
অসময়ের হাজার চেষ্টাও আনবে না সুখ ওই মনে।


সোনায় গড়তে তোমার জীবন নষ্ট করছি নিজের কাজ,
নিজের দোষে পথ হারালে পড়বে মাথায় ভীষণ বাজ!
তাইতো বলি লক্ষ্মী সোনা দাওনা পড়ায় মনোযোগ,
সোনার ফসল ফলবে তাতে করবে সুখে জীবন ভোগ।


সুস্থ সবল স্বাস্থ্য হল চলার পথের পাথেয়,
পড়ার সাথে শরীর গঠন গড়বে তোমায় রাধেয়।
ঘুমের থেকে উঠে ভোরে শরীর চর্চায় দাওনা ধ্যান
তার পরেতে পড়তে বোস হবে তুমি সুখী ম্যান।


১০/০১/২০২১ ইং