প্রেমের কবিতা লিখবো বলে কলম ধরি
কিন্তু যখন দেখি, ছড়িয়ে-ছিটিয়ে থাকা
দুঃখগুলো হামাগুড়ি দিচ্ছে শিশুদের মতো
ভাসমান মেঘের ভেলায় উড়ে যাচ্ছে মানবতা
কলজে হাতে নিয়ে ছুটছে দুঃখের পায়রারা
তখন প্রেমের কবিতা টুনটুনি পাখি হয়ে
রোদের ঘ্রাণ মেখে ফুড়ুৎ করে
উড়ে যায় নীলিমায়--
সঙ্গে সঙ্গে শূন্য স্থান দখলে এগিয়ে আসে
অগ্নিস্নাত রাগ, ক্ষোভ
উষ্ণ বায়ু তাড়িত হয়ে যেভাবে
সেই জায়গা দখল করে শীতল সমীর--


সুখ-সাগরে ভাসমান উচ্চবিত্তের আহাম্মকগণ
জানেই না--
পারমানবিক বোমা বিস্ফারিত হলে
নিস্তার নেই ওদেরও--!
দারিদ্র নামক পারমাণবিক বোমা বিস্ফারিত হলে
অগ্নিঝড়ে ওরাও যে উড়ে যাবে তেপান্তরে বা
ডুবে যাবে সিন্ধু সৃষ্ট সুনামিতে--


অবেহেলা, উপেক্ষা আর বঞ্চনা সৃষ্ট সুনামিতে
ভেসে যাবে ভণ্ডদের সুখের স্বর্গ রাজ্য--
সেই সুনামির অপেক্ষায় প্রহর গুনছি


অনন্ত কাল ধরে--


০৩/০৫/২০২১